মীর আনোয়ার হোসেন টুটুল,
দাদীর কাছে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত নাতি সাব্বির হোসেন (১৬) ফাঁস দিয়ে আতœহত্যা করেছে। সাব্বিরের পিতার নাম মো. নুরুল ইসলাম। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ১৩ নং বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামে।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) এলাকাবাসি জানায়, সাব্বিরের পিতা নুরুল ইসলাম দীর্ঘ দিন ধরে আফ্রিকা প্রবাসি। বাবা-মায়ের সঙ্গে বনিবনা না হওয়ায় সাব্বিরের মা স্বামীকে ছেড়ে অন্যত্র চলে গেছে। সাব্বিরের কোন ভাই বোন না থাকায় একা হয়ে তার দাদীর সঙ্গে থেকে বড় হয়েছে। বাবা-মায়ের ছাড়াছাড়ি হওয়ায় সাব্বির এলাকার বখাটেদের সঙ্গে মিশে মাদকাসক্ত হয়ে পরে।
সাব্বিরের দাদী জরিনা বেগম জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সাব্বির বাড়ি এসে নেশার টাকার জন্য তাকে চাপ সৃষ্টি করে। বাড়িতে টাকা না থাকায় তাকে টাকা দিতে পারেনি। দাদীর উপর অভিমান করে রাতে বাড়ির পাশে একটি গাছের ঢালে ফাঁস দিয়ে সে আতœহত্যা করে। আজ শুক্রবার সকালে গাছের ঢালে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে স্থানীয় লোকজন মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সাব্বিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উিডটি অপিসার বলেন, সাব্বিরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর াভিযোগ রয়েছে।
মির্জাপুরে দাদীর কাছে নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত নাতির আতœহত্যা
মির্জাপুরে ব্রিজ ভেঙ্গে যাওয়ার ১০ দিনের মধ্যে পুনঃস্থাপন করে দিলেন এমপি শুভ
মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ভাওড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভাওড়া-কামারপাড়া রোডের খালের উপর ব্রিজ ভেঙ্গে যাওয়ার ১০ দিনের মধ্যে ব্রিজটি পুনঃস্থাপন স্থাপন করে দিয়েছেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। আজ শুক্রবার (১৪ অক্টোবর) ভাঙ্গা ব্রিজটি পুনঃস্থাপনের পর জনসাধারনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। ব্রিজটি খুলে দেওয়ায় এলাকাবাসির মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে এলাকাবার লোকজন জানিয়েছেন।
আজ শুক্রবার এমপি শুভর একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক এবং ভাওড়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও ভাওড়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার রাকিবুল হাসান রিপন জানান, টানা বৃষ্টি এবং বন্যার পানির চাপে ব্রিজটি ক্ষতিগ্রস্থ্য হয়। গত ৩ অক্টোবর বিজ্রটি হঠাৎ ভেঙ্গে পরে। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিপাকে পরেন ভাওড়া, বহুরিয়া ও ওয়ার্শি ইউনিয়নবাসি এবং পাশ^বর্তী ধামরাই ও সাটুরিয়া উপজেলাবাসি। বিষয়টি ভাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন এবং বর্তমান চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ রানা খান আহমেদ শুভ এমপিকে অবহিত করেন। তিনি গত ৩ অক্টোবর আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজটি পুনঃস্থাপনের জন্য ১০ দিনের সময় বেঁধে দেন এলজিআরডি এবং সড়ক ও জনপথ বিভাগকে।
এদিকে এমপির নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০ দিনের মধ্যে ভাওড়া-কামারপাড়া রোডের ভেঙ্গে যাওয়া ব্রিজটি পুনঃস্থাপন করে দিয়েছেন। আজ শুক্রবার ব্রিজটি জনসাধারনের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এলাকাবাসির মধ্যে স্কুল ছাত্র আল আমিন, কলেজ ছাত্র মফিদুর রহমান ও কৃষক আশরাফ মিয়া বলেন, আমাদরে এমপি শুভ দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি পুনঃস্থাপন করে দেওয়ায় আমরা তার কাছে কৃতজ্ঞ। তিনি কথা দিয়ে কথা রেখেছেন। আমরা এ রকম এমপিই চাই।
এ ব্যাপারে খান আহমেদ শুভ এমপি বলেন, জনগন আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগনের সেবা করাই আমার মুল লক্ষ ও উদ্যেশ্য। নির্বাচিত হওয়ার পর মির্জাপুর উপজেলাকে একটি মডেল হিসেবে উপহার দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক দির্নেশনায় কাজ করে যাচ্ছেন।
মির্জাপুরে গৃহবধু খুনের ঘটনায় দ্বিতীয় স্বামী মুয়াজ ঘাটাইল থেকে গ্রেফতার
মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুরেআজাগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকার বেলতৈল গ্রামে চাঞ্চল্যকর আনোয়ারা বেগম খুনের ঘটনার দুই পর দ্বিতীয় স্বামী মুয়াজ মিয়াকে ঘাটাইল থেকে গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম মৃত মফিজ মন্ডল। তথ্য প্রযুক্তির মাধ্যমে আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত আটটার দিকে তাকে গ্রেফতার কার হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জহির নিশ্চিত করেছেন। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন ঘটনাস্তল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, আনোয়ারা বেগমের তার পিতার নাম মো. মকবুল হোসেন। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দগ্রাম। ১১ বছর আগে তার বিয়ে হয়েছিল। আনোয়ারা বেগমের প্রথম স্বামীর নাম পলাশ মিয়া। তিনি একই এলাকার বাসিন্দা ছিলেন। ঐ ঘরে আসিফ নামে পুত্র সন্তান হলে পারিবারিক ঝামেলায় ছাড়াছাড়ি হয়। পুত্র আসিফের বয়স এখন (৭) বছর। পরিবারের অভাব অনটনের মধ্যে দু,মুঠো ভাতের জন্য সন্তান নিয়ে গোড়াই শিল্পাঞ্চলে পোষাক কারখানা এবং হাটুভাঙ্গা এলাকায় বিভিন্ন মিলে শ্রমিকের কাজ করতো। গত কোরবানী ঈদের সময় চিতেশ^রী এলাকার নুরজাহান বেগম নামে এক ঘটকের মাধ্যমে মুয়াজ নামে এক যুবকের সঙ্গে তার বোন আনোয়ারার দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের পর হাটুভাঙ্গা বেলতৈল গ্রামে শহিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো। গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাতের খাবার খেয়ে স্বাস্বী ও সন্তান নিয়ে বাসায় ঘুমিয়ে পরে। পারিবারিক কলহের জের ধরে রাতের কোন এক সময় তার বোন আনোয়ারা বেগমকে নির্মম ভাবে খুন হয়। খুনের পর লাশ ঘরের মেঝেতে রেখে ঘাতক পালিয়ে যায়। সারা রাত মায়ের লাশের পাশে বসে ৭ বছরের শিশুপুত্র আসিফ কাঁদছিল। গত বুধবার সকালে শিশুর কাঁন্নার শব্দ পেয়ে বাড়ির মালিক শহিদের স্ত্রী দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন মেঝেতে তার বোন আনোয়ারা বেগমের লাশ পড়ে আছে। ঘটনার পর থেকেই দ্বিতীয় স্বামী পালিয়ে যায়। আনোয়ারা বেগমের ভাই আবুল হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই দ্বিতীয় স্বামী মুয়াজকে গ্রেফতারে মাঠে নামেন পুলিশের কয়েকটি ইউনিট। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশ অফিসার ও মামলার তদন্তকারী কর্মকর্তা (উপ পরিদর্শক) মো. জহিরুল ইসলাম জহির বলেন, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর তার পরিবারের কাচে বুঝিয়ে দেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে খুনের াভিযোগে দ্বিতীয় স্বামী মুয়াজকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, আনোয়ারা বেগম হত্যার অভিযোগে তার দ্বিতীয় স্বামী মুয়াজকে গ্রেফতার করা হয়েছে। আশা করা হচ্ছে হত্যার মুল রহস্য উৎঘাটান হবে।
মির্জাপুরে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরে সঙ্গে এমপির মতবিনিময় সভা
মীর আনোয়ার হোসেন টুটুল,
আগামী ১৭ অক্টোবর টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচন এবং মির্জাপুর উপজেলা ১০ নং নির্বাচিনী এলাকার আওয়ামীলীগ মনোনীত প্রতিদ্বন্ধি প্রার্থী মো. সিরাজ মিয়াকে (সদস্যকে) বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করার লক্ষে ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি মির্জাপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান-মেম্বার (জনপ্রতিনিধিদের) সঙ্গে মতবিনিময় সভা করেছন। গত কয়েক দিন ধরে এমপি উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে এ মতবিনিময় সভা করে যাচ্ছেন। মতবিনিময় সভার পাশাপাশি তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন মুলক কর্মকান্ডসহ নানা সমস্যা সমাধানের জন্য চেয়ারম্যান ও মেম্বারদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন। মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, তরফপুর, লতিফপুর, গোড়াই, আজগানা এবং বাঁশতৈল ইউনিয়ন পরিষদ পরিদর্শন করে নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে মতবিনিময় করেন বলে তার ব্যক্তিগত একান্ত সহকারী মীর আসিফ অনিক জানিয়েছেন।
এ সময় আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. সিরাজ মিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থস্থিত ছিলেন।
বর্ষিয়ান রাজনীতিবিদ ফারুকের ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে মির্জাপুরে মিলাদ ও দোয়া মাহফিল
মীর আনোয়ার হোসেন টুটুল,
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও বর্ষিয়ান রাজনীতিবিদ একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের খান ফারুকের ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা জননেতা ফজলুর রহমান খান ফারুক মির্জাপুরের কৃতি সন্তান। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান। তার পুত্র খান আহমেদ শুভ ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এফবিআইসিসির পরিচালক, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রট্রিজের সভাপতি এবং টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য। আজ বুধবার (১২ অক্টোবর) উপজেলা আওয়ামীলীগে ও এর সহযোগি সংগঠন এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগন বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের বিভিন্ন অফিসে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
বাদ এশা গোড়াই শিল্পাঞ্চলের আওয়ামী যুবলীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভূমি মন্ত্রনালয়রে সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকের সার্বিক সহযোগিতায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে বাদ মাগরিব উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে পুষ্টকামুরি দক্ষিনপাড়া মোহাম্মদ আলী ফোরকানিয়া মাদ্রাসায় বর্ষিয়ান এই রাজনীতিবিদের ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মির্জাপুরে মেঝেতে মায়ের লাশের পাশে বসে কাঁদছিল সাত বছরের শিশু আসিফ, স্বামী পলাতক
মীর আনোয়ার হোসেন টুটুল
ভাড়াটিয়া বাসার মেঝেতে পড়েছিল মায়ের নিথর দেহ। দরজার বাহিরে শিকল দেওয়া বদ্ধ ঘরেই লাশের পাশেই বসে অঝোঁরে সারা রাত কাঁদছিল সাত বছরের শিশু পুত্র আসিফ। খবর পেয়ে পুলিশ গৃহবধুর লাশ উদ্ধার করলেও ঘটনার পর থেকেই দ্বিতীয় স্বামী মুয়াজ পলাতক রয়েছে। কি কারনে বা কেন গৃহবধু খুনের শিকার হলেন এ রহস্য নিয়ে পুলিশও পরেছে বিপাকে। ঘটনার রহস্য উৎঘাটন করতে পারেননি। আজ বুধবার (১২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজাগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকার বেলতৈল গ্রামে এ চাঞ্চল্যকর হত্যার ঘটনা ঘটেছে।
আজ বুধবার (১২ অক্টোবর) খুনের শিকার আনোয়ারা বেগমের বড় ভাই আবুল হোসেন জানান, তার পিতার নাম মো. মকবুল হোসেন। গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার সৈয়দগ্রাম। ১১ বছর আগে তার বিয়ে হয়েছিল। আনোয়ারা বেগমের প্রথম স্বামীর নাম পলাশ মিয়া। তিনি একই এলাকার বাসিন্দা ছিলেন। তাদের ঘরে আসিফ নামে পুত্র সন্তান হলে পারিবারিক ঝামেলায় ছাড়াছাড়ি হয়। পুত্র আসিফের বয়স এখন (৭) বছর। পরিবারের অভাব অনটনের মধ্যে দু,মুঠো ভাতের জন্য সন্তান নিয়ে গোড়াই শিল্পাঞ্চলে পোষাক কারখানা এবং হাটুভাঙ্গা এলাকায় বিভিন্ন মিলে শ্রমিকের কাজ করতো। গত কোরবানী ঈদের সময় চিতেশ^রী এলাকার নুরজাহান বেগম নামে এক ঘটকের মাধ্যমে মুয়াজ নামে এক যুবকের সঙ্গে তার বোন আনোয়ারার দ্বিতীয় বিয়ে হয়। দ্বিতীয় বিয়ের পর হাটুভাঙ্গা বেলতৈল গ্রামে শহিদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতো। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) রাতের খাবার খেয়ে স্বাস্বী ও সন্তান নিয়ে বাসায় ঘুমিয়ে পরে। রাতের কোন এক সময় তার বোন আনোয়ারা বেগমকে নির্মম ভাবে খুন হয়। খুনের পর লাশ ঘরের মেঝেতে রেখে ঘাতকরা পালিয়ে যায়। সারা রাত মায়ের লাশের পাশে বসে ৭ বছরের শিশুপুত্র আসিফ কাঁদছিল। মাকে হারিয়ে শিশু আসিফ এখন বাকরুদ্ধ।
এদিকে আজ বুধবার সকালে শিশুর কাঁন্নার শব্দ পেয়ে বাড়ির মালিকের স্ত্রী দরজা খুলে ভিতরে ঢুকে দেখেন মেঝেতে তার বোন আনোয়ারা বেগমের লাশ পড়ে আছে। ঘটনার পর থেকেই দ্বিতীয় স্বামী পলাতক রয়েছে। বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। মির্জাপুর থানা পুলিশ ও সিআইডির একটি দল ঘটনাস্থালে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। দুপুরের দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছেন। তার নিরীহ ও অসহায় বোনকে কেন হত্যা করা হয়েছে তদন্ত সাপেক্ষে তিনি ন্যায় বিচার এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন। তিনি বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশ অফিসার (উপ পরিদর্শক) মো. জহিরুল ইসলাম জহির বলেন, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। অপ মৃত্যুর মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে নিয়মিত মামলা হবে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, হত্যার মুল্য কারন এখনও জানা যায়নি। পুলিশের বিভিন্ন ইউনিট হত্যার রহস্য উৎঘাটানের জন্য কাজ করছেন। অপমৃত্যুর অভিযোগ হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাপুরে স্বাস্থ্য সুরক্ষায় করোনার টিকা পাচ্ছে প্রাথমিকের ৬০ হাজার শিশু
মীর আনোয়ার হোসেন টুটুল
করোনা ভাইরাস প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য টাঙ্গাইলের মির্জাপুরে করোনার টিকা পাচ্ছে প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও এবতেদায়ী মাদ্রাসার (৫-১১) বছর বয়েসের ৬০ হাজার শিশু। তাদের ফাইজারের টিকা (ব্যাকসিন) দেওয়া হচ্ছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) বিভিন্ন বিদ্যালয়ে টিকাদান কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। সকালে উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও এবতেদায়ী মাদ্রাসা মিলে (৫-১১) বছর বয়েসের প্রায় ৬০ হাজার শিশু এ কার্যক্রমের আওতায় টিকা (ভ্যাকসিন) পাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ১৭০ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কিন্ডার গার্টেনের প্রায় ৬০ হাজার শিশু যাদের বয়স (৫-১১) বছর তারা টিকা পাচ্ছে। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া শুরু হয়েছে। আগামী ১৩ দিন চলবে এই টিকাদন কার্যক্রম। মির্জাপুর পৌরসভা, মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজগানা, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হচ্ছে।
উপজেলার গোড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাকুল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাটিয়াচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আগধল্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে খোঁজ নিয়ে দেখা গেছে, শিশুরা লাইনে দাড়িয়ে আগ্রহ নিয়ে সুষ্ঠু ও শান্তিপুর্ন পরিবেশে টিকা নিচ্ছে। কয়েকজন অভিভাবক বলেন, বর্তমান সরকার ও স্বাস্থ্য মন্ত্রনালয়, শিশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য ঝূঁকি এড়াতে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন এটা একটি মহতী উদ্যোগ। আমরা সরকার ও মন্ত্রনালয়কে ধন্যবাদ জানাই। প্রতিটি বিদ্যালয়ে অভিভাবকগন আগ্রহ নিয়ে শিশুদের নিয়ে এসে টিকা নিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও মাঠ কর্মীরা আন্তরিকতার সঙ্গে শিশুদের টিকান কর্মসুচীতে কাজ করে যাচ্ছেন। শিশুদের স্বাস্থ্য সুরক্ষা রাখা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
মির্জাপুরে সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ
মীর আনোয়ার হোসেন টুটুল
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুনগত মান ও পরিবর্তন এবং শিশুদের ঝরেপড়া রোধে বিশেষ অবদান রাখায় মির্জাপুর উপজেলার অজপাড়া গ্রামের সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় শিক্ষা সপ্তাহে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়ে পুরষ্কার পেয়েছে। একজন দক্ষ প্রধান শিক্ষক উর্মিলা পালের অক্লান্ত শ্রম ও পরিচালনায় বিদ্যালয়টি আজ দেশ সেরা হতে চলেছে বলে এলাকাবাসি গর্ববোধ করছেন। মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমীগর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ১৬৭ নং সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য শিক্ষার এক অনন্য পরিবেশ। এলাকার অভিভাবকগন জানিয়েছেন, অজপাড়া গ্রামে গড়ে উঠা সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় আজ আমাদের নতুন দিগন্তের সুচনা করেছে। তারা জানিয়েছেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিকা উর্মিলা পাল ২০১৮ সালে এই বিদ্যালয়ে যোগদানের পর বিদ্যালয়ের সকল কিছু পরিবর্তন হতে চলেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উর্মিলা জানান, ১৪৫ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক নিয়ে তিনি শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চালিয়ে যাচ্ছেন। এলাকাবাসি এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ে গড়ে তুলেছেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার, শেখ রাসেল কর্নার, বুক কর্নার, মানবতার দেয়াল, শততা স্টোর, মিড এ মিল, ফুল ও ফলের বাগান, সু-সজ্জিত শ্রেণী কক্ষ ও আকর্ষনীয় বিদ্যালয় প্রাঙ্গন। এছাড়া শিক্ষার্থীরা যাতে ঝড়ে না পরে সে জন্য নিয়মিত হোম ভিজিট, ছাত্র বিগ্রেড, ব্লগ লিডার, অভিভাবক সমিতিসহ নানা কার্যক্রম চালু করেছেন। শিশুদের নিয়মিত স্কুলে আসার জন্য বাড়ি বাড়ি তিনি মা সমাবেশ করে যাচ্ছেন। তার এ কার্যক্রমে শিশুদের অভিভাবকসহ এলাকাবাসী খুবই মুগ্ধ।
শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রতি জোর দিয়ে থাকেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে যোগ দিয়ে এলাকার সুনাম বয়ে আনছে। বিদ্যালয়টি অজপাড়া গ্রামে গড়ে উঠলেও এটি এখন জাতয়ি সম্পদে পরিনত হয়েছে। তিনি বলেন শুধু সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তনের জন্য তিনি কাজ করছেন না। তিনি কাজ করছেন এলাকার সার্বিক উন্নয়নের জন্য। ফলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী ঝড়েপরা শুন্যের কোঠায়। বিদ্যালয়টিতে রয়েছে নানাবিধ সমস্যা। সরকার বিদ্যালয়টির দিকে সু নজর দিবেন এমনটাই প্রত্যাশা করছেন এলকাবাসি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহে সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। উপজেলা শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা উন্নয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুবলেন, সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় অজপাড়া গ্রাম এবং নিবৃত পল্লীতে গড়ে উঠলেও এটি একন আমাদের জাতীয় সম্পদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে স্থান পাবে এমনটাই প্রত্যাশা। প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা দেওয়া হবে।
ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি বলেন, সিবিএ সরকারী প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ হিসেবে পুরষ্কার পাওয়ায় তিনি কতৃপক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সঙ্গে বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে উল্লেখ করেন।
মির্জাপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন
মীর আনোয়ার হোসেন টুটুল,
দীর্ঘ ছয় বছর পর টাঙ্গাইলের মির্জাপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (৯ অক্টোবর) উপজেলা সদরের গোড়াইল গ্রামের সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাস ভবন এলাকায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্ধিতায় উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী। কাউন্সিলরদের ভোটে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন খন্দকার সালাউদ্দিন আহমেদ আরিফ। বিনা প্রতিদ্বন্ধিতায় পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. হযরত আলী মিঞা এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম মহসীন। গতকাল রবিবার রাতে এ ফলাফল ঘোষনা করা হয়।
আজ সোমবার নবনির্বাচিত সভাপতি সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খান। মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ফাতেমা আজাদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহসেদ টিটু, সদস্য মো: সাঈদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, এডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ ও আবুল কাশেম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। অনুষ্ঠান পরিচালনা করেন মির্জাপুর পৌর বিএনপির আহ্বায়ক মো: হয়রত আলী মিঞা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রউফ ও মির্জাপুর পৌর বিএনপির সদস্য সচিব এস এম মহসীন।
আাওয়ামীলীগ সরকারের হাতে দেশ নিরাপদ নয়—মির্জাপুরে বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এড. আহমেদ আযম খান
মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশ আজ মহা সংকটে। দেশের অর্থনৈতিক লুট হয়ে গেছে। গনতন্ত্রকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে মানবাধিকার পদে পদে লুণ্ঠিত। জনগনের ভোট দেওয়ার অধিকার নেই। আজকে আওয়ামী সরকারের হাতে দেশ নিরাপদ নয়। দেশ আজ মহাসংকটের সম্মুখিন। শুধু মিথ্যের জালে আবৃত্ত করে, ভয়ের চাদরে মুড়িয়ে এ সরকার দেশ চালাচ্ছে।
আজ (৯ অক্টোবর) রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা স্পষ্ট বলে দিয়েছি দেশটাকে রক্ষার করার জন্য দেশের গনতন্ত্র, মানবাধিকার, দেশের ২০ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মানুষের ভোটের পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলন শুরু করে দিয়েছি। মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ফাতেমা আজাদের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহসেদ টিটু, সদস্য মো: সাঈদ সোহরাব প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, এডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ ও আবুল কাশেম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান। অনুষ্ঠান পরিচালনা করেন- মির্জাপুর পৌর বিএনপির আহ্বায়ক মো: হয়রত আলী মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রউফ ও মির্জাপুর পৌর বিএনপির সদস্য সচিব এস এম মহসীন। সম্মেলনে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত উপজেলা বিএনপি ও পৌসভার কমিটি ঘোষনা হয়নি।